অস্ত্রোপচার প্রয়োজন ৩ সপ্তাহের মধ্যে, তারিখ পড়েছে পরের বছর
ছয় বছরের শিশু মেঘ। মেঘের জন্ম হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে। বগুড়ার প্রত্যন্ত অঞ্চলে মেঘের পরিবার বগুড়া-ঢাকা, ঢাকা-বগুড়া করতে করতে দিশেহারা। একমাত্র সন্তানের এ অবস্থায় সবচেয়ে ভালো চিকিৎসকের চিকিৎসা চান তারা। ঢাকার নামী এক শিশু হৃদ্রোগ বিশেষজ্ঞের সন্ধান পেলেও একটি বেসরকারি হাসপাতালে তার সিরিয়াল…